সবকিছুরই কার্যকরণ আছে
যা কিছু ঘটে সবই সূত্র মেনে ঘটে
ছোট থেকে বড়, কঠিন থেকে কঠিনতর...


যদিও আমি এখনো অনুমান করতে পারছি না
আমায় ছেড়ে কেন চলে গেছে শুকতারা
জীবনের পালেও হারিয়েছে ধ্রুবতারা!
তবে আমি মনে করি
এখানেও আমার জন্য একটা শিক্ষা আছে
যেমন থাকে প্রতিটি ঘটনায়
সময়ের পার্থিব নিয়মে
সুখগল্পের রসালো বার্তায় কিংবা
বিরহ সুরের কোনো মাত্রাহীন সংগীতে...


আমি জানি এর বাইরেও ঘটনা আছে
চোখের বাইরেও অন্য রকম জগত আছে
ঘটনার ভিতরে ভিন্ন ঘটনা অন্য রকম সূত্রপাতে
হয়তো বড় কোনো অথবা
পাশ থেকে নিজের ছায়ার মতো...


গভীর থেকে কেউ আমাকে ডাকে
কখনো মনে হয় শুনতে পাই কিংবা পুরোটাই ব্যর্থতা
কখনো মনে হয় উজ্জ্বলতা কিছু
আঁধারের নিচে ঘাপটি মেরে থাকা পার্থিব ফাঁদ।


কখনো নিজেকে ভাবি পরের কর্মফল
কখনো কর্মকারক, নিষিদ্ধ গল্পের পবিত্র পাঠে
কেউ বলে, এই তুমি! তুমি কেন সেই নও
কারো মতে, এখনই তোমার উৎকৃষ্ট সময়
আমি ভাবি-
আমি এই, আমি সেই, আমি তাই
আমি কার, আমি যার, কখনো কে আমার_?
অথচ আমি এখনো হতে পারি নি আমি
হতে পারি নি আমার আমি
আমি জানি আমাকে আমি হতেই হবে!
শুধু একটু সময়ের অপেক্ষায়
সময়ই বলে দেবে কখন আমি হবো
আমার আমি!