মা
একটি ছোট্ট শব্দ। মান ভাঙ্গানো অভিমান
জীবনকোষের সবখানে তার শব্দ অভিধান!
মা
একটি মধুর জটিল নামে, সকল বর্ণ বাদ
হারিয়ে যাওয়া কৃতজ্ঞতায় আমার ধন্যবাদ
অন্তর জুড়ে স্মৃতির কোলাহলে
অদ্ভুত শূন্যতায় ভাসি
মা
আমার এক পৃথিবী হাসি!
বলি না যত, বলতে পারি
তার চেয়েও বেশি
অন্তরে মা বলছি শুধু-
তোমায় ভালোবাসি!
মা গো
আমার হাসি- কান্নাগুলোর সকল সময়-পাঠে
তুমি ছিলে আমার সাথে জীবন-যুদ্ধের মাঠে!
মা
তুমি আমার প্রথম পাঠে বর্ণমালার বই
ব্যকরণের সকল বাঁধার দুরন্ত এক সই!
মেঘের দেশে ওড়ে যাওয়ার স্বপ্নের হাতছানি
তুমি ছিলে আমার ডানা, স্নেহের পরশখানি
মাগো!
তোমার সকল স্বপ্ন ছিল আমার জীবন ঘিরে
ব্যর্থ আমার জীবন-তরী, ভিড়ল না কোনো তীরে
তবুও জেনো তোমার স্বপ্ন, মানবে না অবসাদ
এক পৃথিবীর রঙিন মেলায় তোমায় ধন্যবাদ!
মা
তোমায় ভালোবাসি
মুখ ফোটে যা বলতে পারি
তার চেয়েও বেশি
তোমার মনের দৃষ্টি ছেড়ে
এই পৃথিবীর প্রান্ত ঘিরে
দূর আকাশের সকল সীমায়
শূন্য যত শূন্য হাওয়ায়
তার চেয়েও বেশি
মা
আমি তোমায় ভালোবাসি।