জোয়ার জলে নাই ভরসা, কখন যে আসে ভাটা
সূরভিত জীবনে দাম যে বেশি ফুলের চেয়ে কাঁটা!
          ফসলের মাঠে থাকে কিছু ঘাস
           না উপড়ালে হবে সর্বনাশ
মঞ্জিল কাম্যে পৌঁছতে হলে, পা তো হবেই ফাটা!

          প্রলয়ের উত্তালে ঢেউয়ের লাভা
          দশ দিগন্তে মিশেছে আভা
নোঙর ফেলতে হবে সীমাহীন তরঙ্গে মন যে সাঁটা!

          তারায় তারায় লেগেছে জট
          শূন্যে ওড়ে সাগরের তট
চাঁদ সুরুজে লেগেছে গ্রহণ, আকাশের প্রান্তে আঁটা

×××××××× ০৮ ডিসেম্বর ২০১৫××××××