সূর্য ছাড়া দিন আর নক্ষত্রহীন        রাতে!
জীবন আমার যন্ত্রণাময় চাঁদের আঘাতে!!
আলো ছাড়া সূর্য আর গন্ধহীন ফুলে!
স্বর্গসুখ পেয়েও নেবে না কেউ ভুলে!!


ছুটে চলা জীবনে ছুটে যায় মন
পাখিদের গানে ভুলি কষ্টের ক্ষণ।
পাপে ভরা আস্তানায় মন পবিত্র
পৃথিবীর রঙ্গশালায় আমরা চরিত্র।
গর্ভহীন নারী আর পিতৃত্বহীন পিতা!
জলের সাথে অশ্রু, গড়েছি যে চিতা!!


সভ্যতা যন্ত্রের, নগরের উন্নয়ণ
ভালোবাসা নিদারুণ শয্যাগ্রহণ।
শিশুদের হাসি-খুশি বিত্তের নিলামে
অস্ত্রের ঝনঝনে সুখ আসে বিশ্রামে।
রক্তের লালিমায় মুখ দেখি আয়নায়
বুলেটের শব্দে নেশা ধরে হায়েনায়।
জোছনা ছাড়া রাত আর তাপহীন দিনে!
অর্থের দাপটে সত্তা, নিচ্ছে সবাই কিনে!!


(ওরা চাঁদ, সূর্য আর নক্ষত্রের আলো চায় না
যান্ত্রিক আলোতেই থাকতে ভালোবাসে!
ওরা তবে কি মনুষ্য চরিত্রের উর্দ্ধে?)