শক্তি ও ক্ষমতা, তুমি গর্বিত হয়ো না! পিছনে ধ্বংসের হাতছানি
বাহাদুরী ভয়ঙ্কর, সীমার লঙ্ঘন! পরাজয় তোমাকে ডাকছে
মানুষ হয়ে মানুষের শত্রু, নিশ্চিত পরাজয় জীবনের
নিকৃষ্ট জীবনের চেয়ে বীরত্বের মৃত্যুতে চলো এসো কাতারে
গর্বিত মৃত্যুর মিছিলে হও শামিল লোভের নর্দমা ছেড়ে।


তোমার কর্ম তোমার পরিচয়! আদর্শের অনুপম ঠিকানা
তোমার চরিত্র তোমার অহংকার, চির অম্লান সময়ে
তুমি আত্মার গোলামি ছেড়ে চলে এসো স্বপ্নের সীমানায়
বিশ্রাম আর ঘুম, স্বার্থের সকল বন্ধন ফেলে
গর্বিত জীবনের ঠিকানায় চলো এসো মুখরিত শ্লোগানে।


গ্লানী, হতাশা আত্মার যত নষ্ট জীবাণু...
ভাগ্যের তুমি নও ক্রীতদাস, অসুস্থতায় কেন তবে বসবাস
তুমি নও সুযোগের গোলাম, নিত্য ফলাবে সুযোগ
সময়ের দাবিকে করো পদানত, তুমি উচ্চশীরে চলো
শয়তানকে করে হতাশা, চিত্তের বৃত্ত ছেড়ে
চলো এসো আলোর ফোয়ারায়, আঁধারকে পরাজয় করে
গর্বিত জীবনের ঠিকানায় তোমার হৌক শেষ আশ্রয়!