ও মুসাফির! ঘুরবে কত আর দিক ভ্রান্তে
কখন হবে তোমার গন্তব্যে ফেরা।
এখনই সময় জাগরণের সকল কল্যাণে
রয়েছে বাকি তোমার প্রাপ্তির সেরা!!


যা কিছু কল‌্যাণ মানবতায়, সৃষ্টির সৌন্দর্যে
সময়কে কাজে লাগাও সেথা অহর্নিশ!
বাহুল্য ছেড়ে ধরো ফলিতার্থ রূপময় জীবন
পরের জন্য গড়ো আপনাকে নির্বিষ!!


ভুলে যাও ভুল-ত্রুটি সংশোধনের ডাকে
ধূলির ধরায় সব আজ এক কাতারে!
বিধাতার কাছে বিচারের খাতা রেখে
ক্ষমা করো, কাছে টানো অমিত্র-পরে!!