নড়তে পারি না আর আসন ছেড়ে
হাত-পা বেঁধে আসীন করেছে যারা
আমি আজ তাদেরই আজ্ঞাবহ গোলাম।


আমি যা বলি তার কিছুই নয় আমার
মুখ যা বলে তা শেখানো বুলি মাত্র
অন্তর আর মনের সংযোগ নেই সেথায়।


আমি মুক্ত, আমি স্বাধীন; স-এর অধীন মাত্র।
স-কে আমি চিনি না, তাকে জানি না
তবুও তাকে মানি, আমি তারই গোলাম।


আমি চোখের অধীনে আজ অন্ধ
মুখের আয়ত্বে্ই আজ নির্বাক
কানের নিয়ন্ত্রণে আমি বধির।


আমার ঘরে আজ আমি বন্দী
তবুও আমি মুক্ত আকাশের নিচে
দুটি বুলি শেখানো হয় আমায়-
‌‌‌‌‌আমি ভাল আছি, এই আঙিনায়
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি''