তোমার হাসিটা বড্ড অদ্ভুত, তোমার কান্নাও
হাসে আকাশ মাটি পাহাড় কিংবা জোনাকি
আকাশের হাসিতে ধরণী দেখে
প্রাণীদের হয় দৃষ্টিসুখ।
আকাশের কান্নায় বাড়ে মৃত্তিকার উর্বরতা
জীবসত্তায় আনে খোরাকি।
পাহাড়ের কান্নায় ঝরনার উচ্ছ্বাস
নদী আর সাগরের সৃষ্টিসুখ।
কাঁদে তো বৃক্ষ, তৃণলতাও
তোমার হাসি-কান্নায় কিসের অভিব্যক্তি
কিসের ছায়া হে রাক্ষসী!
হাসিতে শুধু  শ্লেষ, কান্নায় উপহাস
কৃত্রিম তোমার উচ্ছ্বাস, অশ্রুটা মেকি।