পরের ঘাড়ে দোষ চাঁপিয়ে
        করছি পাকা ঈমান আমল
নকল ভাবি পরের সেবায়
        নিজের ভেজাল বানাই আসল।


পরের ক্ষেতের পাকা ধানে
        সেবক সাজি মই দিয়ে
আপন ঘরে আগুন জ্বেলে
        সোনা খুজি ছাই উড়িয়ে।


সবার মাঝে ময়লা দেখি
        নিজের কয়লায় রাখি বায়না
পরের দেহে খুঁতের কীট
        নিজের সামনে ভূতের আয়না।


পরের ভুলে পাহাড় নড়ে
        নিজের আচার ঘাড় ত্যাড়া
আপন ভুলের মত্ত সুখে
        নিজকে ভাবি সবার সেরা।