ভালোবাসার কোনো সীমানা নেই
বাহ্যিক অবয়ব, বাহারি খুবসুরত
নেই কোনো মানচিত্র, সংবিধান
জাত, কূল, রঙের ব্যবধান
না আছে পতাকা, আইন-আদালত


ধর্মেরও কোনো দেশ নাই!
মানুষ ছাড়া নেই তার প্রাণ
মানবতারও নেই কোনো সীমানা
প্রাচীর-বেষ্টনী, জাত ও রঙের ব্যবধান!


চোখ ও মনের ভাষা, মুখের অধীন নয়
সবকিছু কি বর্ণমালায়_?
কিছু রহস্য আর কিছু সংশয়!


তাই-
আমার মনকে রাখি তোমার মনে
চোখকে রাখি তোমার চোখে
এসো মানবতার রাজনীতিতে নিজকে গড়ি
ভালোবাসার মোড়কে নিজকে সাজাই
মনের ভাষায় বিশ্বশালায়
ধর্মের ভাব ধরি
জাত ও রঙের ব্যবধান ভুলে
মানুষ নামের বই পড়ি।
হৌক না জন্ম যেখানে
মৃত্যুর আগে নিজকে চিনি
মানুষ হয়েই মরি।