এখনো কাক ডাকে শব্দের ঘরে
গোবরের গর্তে মোলায়েম স্বরে!
কাক ডাকে এখনও বাংলা ভাষায়
কারো শয্যায় অতি ভালোবাসায়!
এখনো কাক ডাকে...


এখনো কাক...
ঠোকর মেরে খায় পাথরের বমি
কখনো মেলে যদি কুকুরের কৃমি!
কালো যদি হয় নীল হলুদের আভা
চোখের কালো তবে নরকের লাভা!
গোলাপের পাঁপড়িতে স্বাধীনতা ডাকি
তবুও সে কাক হয়ে দেয় শুধু ফাঁকি!


ওরে কাক...
নষ্ট পালক তুুমি কালোর ডানা
আকাশের উড়ে কিছু ইঁদুর ছানা!
খাও তুমি কীট-শূক ভ্রষ্ট মায়ায়
এসো না কভু তুমি শ্যামল ছায়ায়!