ফাগুন এলেই আগুন ঝরে সুর, ছন্দ, গানে!
"ইচ্ছে করে জীবন বিলাই মাতৃভাষার টানে"!!
রক্ত দেবো,মান দেবো না; বাংলা ভাষার জন্য!
বছর জুড়ে 'বাংলিশ আর বাংদী' বলেই ধন্য!!    
ফুলের পিষ্টে মিনার কাঁপে, ভন্ডামী সবখানে!
আট ফাগুনে রক্ত ঝরায়; নেতার কন্ঠ বাণে!!
ফাগুন এলেই আগুন ঝরে সুর, ছন্দ, গানে!
"সারা বাংলা শহীদ মিনার" মাতৃভাষার টানে!!


(তাই তো আমি)
সেই প্রহরে গেলাম ছুটে বর্ণমালার দেশে!
নানা বর্ণের শোকের মেলা; দেখি মলিন বেশে!!
স্বরবর্ণের খুশির দোলায় দন্ত হলো স্ফিত!
এখন থেকে অদৃশ্য "আকার" হবে প্রকাশিত!!
"অ" বলে, অমর তোমরা; অমর হলো একুশ!
বাংলা ভাষায় রক্ত ঝরিয়ে, বাংদী বলে বেহুঁশ!!
'আ' বললো, দুলকি চালে; দেখতে এলেন কবি!
মশকরাতে লজ্জা পাই, নই নজরুল-রবি!!
ব্যঞ্জন বলে, আর কত ঘুরবে নানান দিক?
'কোন বানানে চলবে আর কোন বানানে ঠিক'!!
ক' বললো, কান্না ভীষণ পায়; বুকে রক্ত-জল!
আমাদের গায়ে চাঁপিয়ে দিলে অমিত্রের দল!
লজ্জায় যায় মুখ মিইয়ে, কম্পিত মন স্তব্দ!
আমি কবিতায় কত ঢুকিয়েছি ইংরেজি শব্দ!!


"সারা বাংলায় শহীদ মিনার" অমর একুশে রাত!
মাইকে বাজে হিন্দী গান; শহীদী আত্মায় করাঘাত!!
অসভ্য আমরা তাই, ক্ষমা চাই আজ বারবার!
হে শহীদ রফিক সালাম বরকত ও জব্বার!!


("বাংলা আমার ভাষা")