বাঘের বেশে আসছে বীর করবো বরণ ফুলের মালায়
দামাল দলের হুঙ্কারে আজ লেজ গুটিয়ে সবাই পালায়
শ্যামল বরণ কিসের ভয়
মারবে কেবল চার-ছয়
জয়ের প্রতীক ঐ এগারো, কাটার রুখবে কোন শালায়