আলফনসো গাততো ( ইতালি Alfonso Gatto,ইংরেজি আলফ্যানসো গ্যাটো) বিংশ শতাব্দীর ইতালিয় প্রধান কবি এমন কি বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত।তিনি একাধারে লেখক,কবি ও সাংবাদিক। তার জন্ম ১৯০৫ সালের ১৭ জুলাই ইতালির সালেরনোতে। তার শৈশব ছিল কষ্টের। ১৯২৬ সালে নেপলস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও অর্থাভাবে লেখাপড়া শেষ করতে পারেন নি।তার জীবন ছিল বৈচিত্রময় এবং অভিজ্ঞতা সমৃদ্ধ।


তিনি বারবার তার বাসস্থান ও পেশা পরিবর্তন করেন। ২১ বছরে তিনি তার অংক শিক্ষকের মেয়ে "জুলিল" প্রেমে পড়েন।তার কর্মজীবন শুরু হয় একটি বইয়ের দোকানের সহকারী হিসেবে। পরবর্তী জীবনে তিনি স্কুলের শিক্ষক, কলেজের ইন্সট্রাক্টর, প্রুফরিডার, সাংবাদিকতা ইত্যাদি পেশায় জড়ান।


১৯৩৬ সালে তার মুক্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কারণে গ্রেফতার হয়ে জেলে ঢুকেন। ১৯৩৮ সালে তিনি চালু করেনসাহিত্য ম্যাগাজিন " কাম্পো দি মারটে"। ১৯৪১ সালে তিনি বলোনিয়া স্কুলে ইতালিয় সাহিত্যের অধ্যাপক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি বিশেষ সাংবাদিকতায় যুক্ত হোন L'Unita সংবাদপত্রে।


তিনি ১৯৭৬ সালে ৮মার্চ কাপালবিত্ত শহরে গাড়ি দূর্ঘটনায় মারা যান।


তার বিশেষ কাব্যগ্রন্থ:
* Isola (আইল্যান্ড) ১৯৩২
* Morto ai paesi ( দেশে মৃত্যু) ১৯৩৭
* Poesie (কবিতা সমগ্র) ১৯৪৩
* L'allodola ১৯৪৩
* La Spiaggia dei poveri (গরীবের সৈকত) ১৯৪৪
* Il sigaro di Fuoco (শিশুদের জন্য কবিতা) ১৯৪৫
* Il Capo Sulla neve ( তুষার প্রধান) ১৯৪৭
* La Forza degli occhi (চোখের শক্তি) ১৯৫৪


তার একটি কবিতার কাব্য অনুবাদ


×গ্রীষ্মের বড় রাত×


গ্রীষ্মের বড় রাত
দিগন্তের বাইরে তার বিস্তৃতি
বায়ুশোধন চুম্বন আঁকে তোমার মুখে।
আমার হাতে আছে একটি স্বপ্ন


তোমার চোখের বাইরে-
তুমি এসেছিলে সাগর থেকে
আত্মার গভীরে, হাওয়ার বেগে
পাগলামী চুম্বন শুষ্কঠোঁটে
আবদ্ধরাতের প্রশ্বাসের বাইরে


তোমার বাস, তোমার বেঁচে থাকা
শুধুই আমার স্বপ্নে?
সেটা সত্য!
যা আমি দেখি
তোমাকে ধরি, দেখি-
যেমন সুন্দর তুমি
তেমনই তোমাকে আটকাই।