যেখানে স্বাধীনতায় চলে উন্মত্ত হায়েনার জিঘাংসা
স্বৈরাচারের অবাধে লুটপাট, অরাজকতা আর ত্রাস
গুম, খুন, ধর্ষণ আর সীমাহীন দূর্নীতির উত্সব
স্বৈরাচারের ছায়া থেকে মুক্ত হয়ে বলতে চাই
চাই না এমন স্বাধীনতা, এমন মুক্তির জীবন।


যেখানে আইনের হাতে বন্দি জীবন
আইনের আঘাতে ক্ষত বিক্ষত সময়
রক্তাক্ত মানবতা আর শ্যামল এই জনপদ
বিভত্সতা আর হিংস্রতার সব মাত্রা ছেড়ে!
আইনের এমন অন্ধত্ব থেকে মুক্তি চাই-
চাই না এমন গণতন্ত্র, এমন শাসনযন্ত্র।


যেখানে মানুষ আতঙ্কে সারাক্ষণ
হাতের মুঠোয় ভরসার নি:শ্বাস
পথে চলে অন্তর্ধানের শঙ্কা আর
ইজ্জতের আচ্ছাদনে ইঁদুরের খাঁমচি!
পশুত্বের এমন ভয়াল খোলসে-
চাই না এমন রাজনীতি আর সমাজসেবা!


যেখানে নি:স্বরা তিলে তিলে নি:শেষ
শান্তিতে বাস করে কীট, ক্ষমতার নরকে
খাবার আর পানীয়তে থাকে মৃত্যুবাণ
বিষাক্ত আবহাওয়া আর অন্ধত্বে মানবতা!
শ্লোগান আর মিছিল থেকে নিরাপদ দূরত্বে
চাই না এমন উন্নয়ণ আর দেশপ্রেম!!


*****আহমাদ সা-জিদ(উদাসকবি)