তোমার কথা–
পড়লে মনে জমতে থাকে
চোখের কোণে শিশির বিন্দু।
জমতে জমতে, গড়তে থাকে
আকাশ সম বিশাল সিন্ধু।
অথৈ জলে–
তখন তোমার ঢেউয়ের দোলা
আছড়ে পড়ে বুকের মাঝে।
তুমি ডোবো। কিন্তু বলা–
ডোবাও কেন অন্য কে যে?
মনকে বলি–
ভুলতে হবে সকল ব্যথা,
জমতে বুকেই ভীষণ ধু ধু।
পড়লে মনে– তোমার কথা
চোখের কোণে শিশির বিন্দু।