স্পষ্ট করে বলতে আমি চাইছি না আর,
কষ্ট গুলো- আমার না হয় গোছানো থাক্;
না হয় হাসি- অভিনয়েই থাকুক এবার-!
না হয় হাসি- বয়েই আনুক! মৃত্যুর ডাক-।


স্পষ্ট তবু বলছি না আর-, তোমায় চেয়ে,
চোখ দুটো যদি অপলক রয়- নইলে রবে !
ক্ষতি বা কি-! কষ্ট যদি- দুচোখ বেয়ে
ঝর্ণা হয়, না হয় হবে-, হবেই হবে !


কষ্ট তবে আমার হবে-, তোমার নয়-!
তোমার কাছে থাকতে তাকে দেবোই না-!
এটাই আমার আজ বাঁচবার- হোক পরিচয়,
বিনিময়ে চাই যদি- কিছু, নেবোই না।


কারণ আমি- কষ্টকে আজ ভালোইবাসি-,
কারণ, আমার কষ্ট বিনা- মন উদাসী...।