সময়ের তালে তালে
সোহাগে সোহাগে চুমুদের প্রীতি
কমেছে গালে গালে।
চোখেরা পলকহীন
বিনা চাহনিতে– দিনে দিনে
হয়েছে আরো ক্ষীণ।
হাতেরা ছেড়েছে হাত
স্পর্শ মাখেনি, বহুদিন হলো
মেলেনি কোনো সাথ।
মনের কথা মনে
জমতে জমতে পাহাড় সমান
স্তব্ধ আচরণে।
দূরত্ব করেছে স্পর্শ...
এভাবে জীবন পেরোলো আমার
সহস্র আলোকবর্ষ।


আমি তো ছিলাম তার!
বিচ্ছেদে তবে প্রতিদিন তাকে
করছি আবিষ্কার।