দূরে ওই তেপান্তরে
রেখে আয় কেউ আমারে
আমি আর হেথা থাকবো না, থাকবো না।
খালি হয় শহর পরে
ওরা সব যাচ্ছে ঘরে,
পা দুটো এমনি আর রাখবো না, রাখবো না।


যেখানে ছেলেবেলা
কেটেছে সারাবেলা,
খেলা আর খেলা নিয়ে ক্লান্তিহীন, রাত্রিদিন।
আপনের হৃদয় মাঝে–
যেতে চাই ক্লান্ত সাজে,
বাকি থাকা দিনগুলো যে– হচ্ছে ক্ষীণ, হচ্ছে ক্ষীণ।


ডাক দি এই শহরে...
নিয়ে চল কেউ আমারে!
ফের কোনোদিন ডাকবো না, ডাকবো না।
দূরে ওই তেপান্তরে–
রেখে আয় কেউ আমারে,
আমি আর হেথা থাকবো না, থাকবো না।