(১)
না লাগবে না, গালে মুখে হারা নীলা রঙ।
দিতে যদি চাও সাঁঝে
ফুলে রাখা গাল মাঝে
একখানা, একখানা চুমু দিও বরং।


(২)
হতে রামধনু, রাঙো তুমি দানায় দানায়,
আগুনের মাঝে আমি না হয় যাই পুড়ে।
কালো রঙ মানে সে তো আমাকেই মানায়।
আবীর-গুলাল ওসব তোমার আকাশে ওড়ে।


(৩)
প্রেম ও বিরহের মাঝে যার হৃদয় আজও ভাঙা ভাঙা
হে রঙ এমন লগ্নে বুকের রক্ত নিয়ে তারই সিঁথি রাঙা।