(১)
দূর শহরে যাচ্ছো যেথা–
একলা সেথা যেও না,
তোমার সাথে দেখবো জগৎ,
সঙ্গে আমায় নিও না...!
পাহাড়, ঝর্ণা ইচ্ছে দেখার,
বন্দী আমি, একলা, বেকার
যাওয়ার পথে– শিকল খুলে
হাত বাড়িয়ে দিও না!
তোমার সাথে দেখবো জগৎ,
সঙ্গে আমায় নিও না...!


(২)
নিয়ে যাও বহুদূরে, যেখানে আর–
কেউ কাউকে কক্ষনো ছেড়ে যাবার
নেবে না শপথ। এসো, নিয়ে যাও,
'হাতে-হাত' রাখার এ গান গাও...।


(৩)
মুক্তি খোঁজে বন্দী জীবন
ফন্দি আঁটে সুখ আশায়।
খবর রেখো, এসব কথা'র
ভরছে জীবন কুয়াশায়।