(১)
কার বা সময় কতটা মুঠোয়
কতটা বাহানা, কতটা ঝুট হয়,
সে সব এখন না বললেই নয়।


জড়িয়ে ধরাকে ভাবিনি ধোকা
আসলে আমি– এমনই বোকা,
ভাবিনি তার সবটা অভিনয়।


(২)
সম্পর্ককে টিকিয়ে রাখা কারোরই ছিলো না দায়
তাইতো প্রেমে এই জনমে দু'জনই দিয়েছি বিদায়।


(৩)
বিদায়– দেওয়া সহজ ভেবে পরাণ
অতি সহজে টানতে গেলো ইতি,
আসলে সহজ সহজ থাকেনি, বরং
রূপ নিয়েছে অশ্বক্ষুরাকৃতি।