তোমার সকালে পাখির গান, আমার সকালে- অস্ত,
আমার সকালে যদি বা জাপান, তবুও- কালোরা ব্যস্ত।


তোমার দুপুরে মিষ্টি  খরা-; আমার দুপুরে- বৃষ্টি,
আমার দুপুরে- জলটা ভরা; তোমার, বাঁচছে- সৃষ্টি।


তোমার বিকেলে পাখিরা নীড়ে, আমার বিকেল- খাদ্যে,
আমার বিকেল লাইনি ভীড়ে, তোমার বিকেল- 'হাত দে'।


তোমার আকাশে চাঁদের ছোঁয়া-, আমার আকাশে কালো-,
আমার আকাশে যদি বা ধোঁয়া, তোমার আকাশে আলো।


আমার সবই নুতন লাগে-, তোমার সবই পুরানো,
তোমার যদি বা এসেছে আগে-; আমার পথটা ঘুরানো।