রোদ নয়-; ছায়া যে চাই, দেহ ছায়াতল।
       বড় ভালো লাগবে তবে-,
       সে তারিখ মিলবে কবে- ?
না যদি-, মিলবে তবে হৃদয় অতল
       পুড়ে যাবে- এক নিমেষে;
       তবে যদি হঠাৎ শেষে-
আমি যদি হারিয়ে যাই-, ছাইয়ের রূপে!
        তবে কি গো- জানবে তুমি
        উড়ে কোথা গিয়েছি আমি ?
উড়ে কোথা- কোন বেশেতে চুপে চুপে
        কি আকার নিচ্ছি তখন
        যদি বলো-, ‘আমি কখন
নেবো গো-! তোমায় খুঁজে- ব্যস্ত মাঝে’ ?
         দেখে নিও- তখন ক্রোধ
         হবে ঠিক- দুরন্ত রোদ !
যে রোদ-, রোধ করতে- প্রেমের কাজে
        ‘দেহ-ছায়া’ খুঁজেছিলাম-!
         হয়ে যাবে- হঠাৎ নিলাম;
ভাসবো তখন-; এলোমেলো, ছেড়েই ভুতল ।