চুমিলাম আমি, ঝুমিলাম আমি,
      করিলাম মাথা নত,
বুঝিলাম আমি, কত’টা যে- দামি;
      চুমিলে, যখনই- ক্ষত।
জানি না যে আমি, চুমুতে তোমার
কি’বা ছিল অত-, ব্যথাটা কমার,
তবু খুঁজিলাম-, একের পর এক,
      হইলাম-, ‘চুমুব্রত’।
বুঝিলাম আমি, কত’টা যে- দামি;
      চুমিলে, যখনই- ক্ষত।


তবে চুমেছিল-, মমতাজ ছিল
    যখনই- শাহাজানের,
যার ক্ষত তাই-, তাজমহল’টাই;
   বুঝিলাম, চুমু-দানের।
মজনুও তবে- লায়লার মাঝে
এঁকেছিল ‘চুমু’, বিনা বাঁধা লাজে!
যার কিনা ভাষা-, চুমুতেই খুঁজি;
    ইতিহাসে যা যা রত।
বুঝিলাম আমি, কত’টা যে- দামি;
      চুমিলে, যখনই- ক্ষত ।


তাই তুমি এঁকো-; ভেবে তবু দেখো
       চুমুতে জগতময়-
একদিন উবে-, গিয়েছিল পুবে,
       রাঙাতে ভুবনময়।
সেই ভুবনেতে- আমরা দুজন
বানায়ে চুমুর- সহস্র সুজন,
মিশিয়া যাইবো, চুমুরই দেশে-
       চুমুটা পাইবো যত।
বুঝিলাম আমি, কত’টা যে- দামি;
      চুমিলে, যখনই- ক্ষত ।