তোমার জন্য আজ- করতে পারি,
সাম্রাজ্য, আর রাজ্য চুরি-।
উবে যাওয়া সূর্যটা- এক নিমেষে
হাতের মুঠোয় আমি ধরতে পারি।
এরপর বলবে কি !
ভালোবাসা, সব মেকি ?
যদি বলো, তবে আমি-
'মৃত্যুর আগে ঠিক- মরতে পারি' ।
তোমার জন্য সব- করতে পারি।


যদি বলো আকাশটা একটু ধরো,
যদি বলো  'পৃথিবীটা আমার করো'।
তবে আমি লিখে দেবো সৌরজগত;
লিখে দিতে,  আমি যদি নাই বা হারি !
এরপর বলবে কি !
ভালোবাসা, সব মেকি ?
যদি বলো, তবে আমি-
অন্য জগত খুঁজে আনতে পারি।
তোমার জন্য সব- করতে পারি।


ধুলো জমা, ওই পথে- যতটা ধুলো
যদি জমে, অমলিন পায়ে ও গুলো,
দিব্যি খেয়ে তবে- বলছি আমি
সড়ক বানিয়ে দেবো- হয়ে সরকারি।
এরপর বলবে কি !
ভালোবাসা, সব মেকি ?
যদি বলো, তবে আমি-
সড়ক বানিয়ে দেবো- ভুতোল ছাড়ি।
তোমার জন্য, সব- করতে পারি !
আমি, তোমার জন্য সব- করতে পারি।