সকাল, দুপুর, বিকেলটাও লাগলো বড় একা,
পথ চেয়েছি কত, তোমার পাইনি আমি দেখা ।


কত কাজ হয়ে গেল-, তারই মাঝে মাঝে
তুমি আসবে, ভালোবাসবে-, ধ্যাত্ মরি লাজে!


শেষে পেলাম- আমি, দেখো, কবিতারই বেশে
'যে কিনা ঠিক তোমারই মত'- করল আপন এসে ।


কারণ, এখন কবিতা আমার বড়ই যেন আপন ,
যার মধ্যে, তোমাকেই-, আমি, পাচ্ছি সারাক্ষণ ।


সাঁঝের বেলা তাই-, আমি- আমার আসরে,
তাকেই নিয়ে না হয় একটু- ডুবি তেপান্তরে !