তোমার চোখের আলো-,
এ কি নেশা জাগালো ?
বলো পাগলামি,
     তবু বলি আমি-!
আমার, লাগে বড় ভালো ।
তোমার চোখের আলো
আমার, এ কি নেশা জাগালো ?


তাতে-, পাই না সময় ভাবার,
তবু- কাজল পরো আবার ?
দেখে হারিয়ে যাই-
      ওগো আমার রাই;
যেন- ঝাড়বাতি বরষালো ।

আরো পলক যখন ফেলো
মনে হয়- বিদ্যুত চমকালো ।
আমি ঝলসে যাই-,
      ওগো আমার রাই
নিমেষে-, হাটায় আরো কালো ।

চোখ-, হয় যে চোখের দাসি
যখন- দেখি তোমার হাসি
ওই চোখের তারায়-,
           দেখে 'আমি' হারায়,
জ্বালো, এমনই আলো জ্বালো !
   তোমার চোখের আলো-,
আমার, এ কি নেশা জাগালো ?