কবে ?
তুমি নিজেকে দেখতে পাবে !
তোমার- বেলা যে বয়ে যাবে... ।


বাবু-,
বুড়ো তো তুমি- হচ্ছো দিনকে দিন,
বাড়ছে দেখো, হাজারো ঋণের ঋণ,
তুমি-,
কিছু দিলে তো- কিছুটা তখন পাবে !
তবে কবে ?
তুমি নিজেকে দেখতে পাবে !


দেখো,
আকাশ তোমার বিকায় জলের দামে;
সকাল গড়ায়, সন্ধ্যে আবার নামে,
কষো-!
উপোস বসায়- মূল্য কত ঘামে ?


যদি-, ভুলটা হয়ে যাবে;
তবে কবে ?
তুমি নিজেকে দেখতে পাবে !


তুমি-,
এমন বাঁচলে- বাঁচাবে কারে বলো ?
জাগো, জেগে অপরকে জাগতে বলো.
নয়তো-,
নিজেকে বাঁচাতে- আবার ভিরমি খাবে ।