মাথার উপর ফোঁটার জলে
ঝরুক না হয়- বৃষ্টি পাতা;
তোমার আকাশ- মেঘলা হলে
আমার না হয়- ভিজুক মাথা।
সর্দি লাগুক, আসুক জ্বর;
কে বা আপন কে বা পর
বুঝেই যাবে-; মাথার উপর-
হব যখন তোমার ছাতা।
তোমার আকাশ- মেঘলা হলে
আমার না হয়- ভিজুক মাথা।।

আমার পা কাদায় ভরুক,
তোমার যেন ভিজতে ভয়ে
শুষ্ক ও পা ভীষণ লড়ুক!
যখন আমি-, পরিচয়ে-
হব তোমার সঙ্গ-প্রবাল;
দুই পায়েতে রব বহাল,
বল না গো তখন তুমি-
একটুখানি- আমার হয়ে।
শুষ্ক ও পা ভীষণ লড়ুক!
যখন আমি- পরিচয়ে।।


চাইছি তাই অঝোর ধারা-,
কারণ আকাশ- আমার বলে;
ওইতো এখন সবুজ পারা!
অবুঝ এই সাঁঝ-সকালে।
যখন তাই- হারিয়ে খেই
মাঝ দরিয়ায়; ক্ষতি নেই-
আমার আকাশ মেঘলা হলে।
ওইতো এখন সবুজ পারা-
অবুঝ এই সাঁঝ-সকালে।।