******
    
      আজকে ভ্রমর আসেনি,
দন্তনেতে- ফুলটা যে ঠিক চায়,
       গন্ধ তাতে ভাসেনি;
ফুটলো যে ফুল- মনের বাগিচায় ।
আমি না হয় সে ফুল নিজের করি,
সাজাই তাতে- না হয় মনের তরী,
       এবং তাকে পাশে নি,
এমনই যদি- জীবনটা চলে যায় ।।


       নয়- সাঙ্গ হবে যা,
আমার মনেই- দিনে কিংবা রাতে,
       এক থেকে দুই পা
এগিয়ে না হয় যাবো তারই সাথে ।
নাইবা তবে আসুক ভ্রমর এবার
ফুটবে যখন আমার মনে আবার
         তখন, মনের ঘা
এক নিমেষে- হবে বাঁচার রায় ।।