(১)


বলছো যাদের ভালো তারা নয়কো কভু আসান,
সামলে থাকো নারী, নারী- পুরুষ বড়ই পাষাণ।
           হতে পারি-, পুরুষ আমি,
            নারী, তবু নইকো দামি!
পূজো হলেই দেখতে তো পাও-, কেমনে হয় ভাসান!


(২)


মেয়ে ছিলি, ভালোই ছিলি, হঠাৎ-! পরলি কেন শাড়ি?
চেয়ে দেখ! এটা পুরুষ সমাজ, এরা- পোড়ায় বাহাদুরি।
             হোক না তোর এ বারো হাতের,
             পুড়তে পারে- একটি রাতের
পরের রাতেই, কারণ এরা- মানব নামে দৈত্য রূপকধারী।।


(৩)


আজকের দিনে ছোঁবো, তোমার চরণ দুইটিখানা,
একটু দাঁড়াও নারী, ওহে দিচ্ছো কোথায় হানা ?
          ছুঁলে তোমায়- জাত যাবে না;
          নিঠুর এ প্রাণ- মান পাবে না
যদি না ছুঁই, চরণ ভুঁই-, হাজার হবে গুনা ।।