কাল সারাদিন দুধ ভেবে, যাকে- ঢাললি হাজার সুধা;
ভেবে দেখতো-! ‘পুণ্য কি সব’ ? নিজেরে একবার শুধা ।
আমি জানি-, আমি অর্ন্তযামী !
শিব বলে তাই জীব নই আমি ?
চারিদিকে তাই-, দেখতে যে পাই-, হাজার হাজার ক্ষুধা ।।