কষ্টে আমি । কে বলেছে-? আমিতো হাসির- হাসির রাজা !
আবোল তাবোল, যে বলেছে-, মিথ্যে ও সব- শুনেছ যা যা ।


শুনেছি তোমারই- অনেক কষ্ট,  মন থাকে নাকি খুব উদাসী;
একমুঠো তবে কষ্ট দিয়ো-; একগাল- আমি দেবো গো হাসি ।


সেই হাসিতে হেসো গো তখন-, যেমন করে, বা তেমন করে,
আমি তখন চুপটি থাকবো-; তোমার ওই প্রাণ মাঝারে ।


কারণ তুমি থাকবে সুখে; কারণ তোমায় ভালো যে বাসি,
একমুঠো তবে কষ্ট দিয়ো-; একগাল- আমি দেবো গো হাসি ।


তুমিতো জানো , তোমারই কষ্ট- সব গুলো যে আমারই হয় !
'ব্যক্তিগত-', তুমি বলে তাই-,  সে সব কষ্ট করি সঞ্চয় ।


সঞ্চয়ে তাই আমার কষ্ট- দেখেছো কেমন দূর হয়েছে !
আরে বোকা, পোড়া এ বুক- তোমার হাসিতে তলিয়ে গেছে ।