ধন্য হল-, আমার ভুবন,
       ধন্য হল বরষ;
কি ভালো আজ আনলো বয়ে
   তোমার হাতের পরশ ।
মন বলে তাই-, ‘অবুঝ ভেবে
সে কি খেলায়- সঙ্গ নেবে ?
যে খেলাটা-, রচেই ছিলো
        অঙ্গ নিরলস্ !
সেই খেলার-ই মাঝে যেন
     আসে, -নাকো ধস ।।


হাতের মাঝে, আজকে যখন-
      তোমার উপহার,
মন বলেছে-, সেই খেলাতেই
      হবো পারাপার !
খেলা- যে তাই খেলতে হবে,
সঙ্গ যে চাই- আজকে তবে !
সেই খেলাতে-, যেই খেলাতে
    সয়না ঠোঁটের তরস্;
সেই খেলার-ই মাঝে যেন
     আসে, -নাকো ধস ।।


খেলায় আমার মন মেতেছে,
     সঙ্গ তোমার চাই;
হাতড়ে বেড়াই হায়রে-, আমার
    কোথায় এখন রাই ?
জানি, তুমি ঠিকানেতেই;
উপহারে মাঝখানেতেই-
যখন তোমার পেলাম-, প্রিয়া
       হৃদয়রূপী হরষ,
তখন যে কি- লাগলো ভালো
    তোমার হাতের পরশ,
বলতে গেলে ধন্য-, হলো
      আমার জনম বরষ ।।