হঠাৎ করে পায়ের ধূলো-
বলল কানে কানে
দলে দলে লোকেরা নাকি
যাচ্ছে গঙ্গা স্নানে ।


খুশি হলাম- । শুনে আমি,
আজকে তবে কি- ?
হঠাৎ করে লুচি, পিঠে-
বললো পৌষি’কি- !


খুশি হলাম শুনেই-, তাতে
দুঃখ হলাম বেশি,
কারণ আমার নেই যে পায়ে
পায়ের মাংস পেশি ।


মানছি শুধু-, বসে বসেই,
ঘুরছি মনেই বন বন ,
পিঠেও নেই-, পেটেও নেই,
তবুও- পৌষ পার্বণ ।