দেশ যেখানে- হিংসেতে, আর
        মানব মারার সন্ধানে,
দানব তাতে- ঠিক গোলাকার,
       ঘুরছে কেমন কে জানে-!
চলছে যাতে লড়াই লড়াই,
যাতে পোড়ার গন্ধ ছড়াই
তাতে আবার শ্রাদ্ধ দেবার
       প্রশ্ন শোনো কোনখানে ?
দেশ যেখানে- হিংসেতে, আর
       মানব মারার সন্ধানে ।।


দেশ যেখানে-, নির্যাতনের
      মাত্রাহীনার বন্ধনী
সেখানে ঠিক সাধারণের-
     ‘মৃত্যুর ধ্বনি- ঝনঝনি’ ।
থামবে না গো এমন লড়াই,
চলবে আরো হাজার বড়াই,
‘যতটি দিন- দানব রূপের
       মানব, মোড়া বন্ধনে’ ।
দেশ যেখানে- হিংসেতে, আর
       মানব মারার সন্ধানে- ।


‘মানব’ তাতে-, ঠিক গোলাকার
       ঘুরছে জানি বেইমানে ... ।