ও আমার প্রাণের অমল সই
    সারা বেলা তোমার চেলা-
  সেজেই যেন রই ||
আমি তবেই হবো-
      সকল খেলায় জয়ী |

অনুমতি দাও না তবে,
যেন আমি আমার ভবে
       তোমার মাঝে-,
          মেতেই যেন রই |
আমি তবেই হবো-
      সকল খেলায়- জয়ী ||

অনুরোধ এটাই হবে
দাও দেখা আমার সবে,
       সকল খেলায়-
         নাচো গো থই থই ||

দেখা যায় মেঘের কোণে
        চাঁদের রোশন ওই- !