এই জীবনে, চলার পথে
কবে কবে- এক সাথে
         এল কত বাঁধা ।
এই জীবনে, নানা মতে
কবে কবে দিবা রাতে
         এল কত ধাঁধা ।
এই জীবনে,
      ওরে এই জীবনে
পরনে পরেছি,
     কত এই করণে ।
   আজ বুঝি-, আরো আছে আধা ।
কবে কবে দিবা রাতে
                   এল কত ধাঁধা ।

এই জীবনে, দলে দলে-
পথে পথে, পলে পলে
               ছিল কত ফাঁদা,
এই জীবনে, নানা ছলে
তাকে আমি এই বলে
              করেছি হে সাদা ।
এই জীবনে
   -ওরে এই জীবনে
হাঁটি পথ-,
      আমি, এই চরণে ।
তবু আমি হইনি, আজো-
     গড্ডালির গাধা ।
চলার পথে
কবে কবে এক সাথে
           এল, এল কত বাঁধা  ।

স্ব--