এই ধরো– হাত যদি
ইশারায় নিরবধি
করে যায় ইশারা;
তবে রাই দিশা’রা
সীমানার বালুচরে
পাগলেরই বেশ ধরে
ঘুরবেই বন বন ।
দিশাহীন তবে মন !
যদি ঠিক-্ বলা যায়,
সব হবে- হায় হায় ।


তবু, এই মনটারে-,
বলে দেবো বারে বারে,
‘পাগলামি- করে যা’ ।
হৃদয়টা ভরে যা  ।
মন যেন খুঁজে পায়
সব সুখ- ‘খলিফায়’ ।
হয়ত বা- লোকসান
করে চলে নওজোয়ান,
দিন রাত নানা ছলে ।
আজ এই ধরা তলে-
জানি প্রেম পাগলামি,
তবু বলে যাবো আমি
প্রেম বড় মেহেফিল ।
যাতে থাকে ছড়া'মিল,
গদ্যের খাতা মাঝে ।
প্রেমেদের সেই রাজে
বলি আরো- ‘সরকার’ !
প্রেমে এটা- দরকার ।
নয়ত যে- প্রেম নয়,
হয়ে যাবে অভিনয়,
প্রেমেদের সেই দেশে !
তাই আমি বলি শেষে-,
পাগলের-, এ্যয় ‘হাসি’ !
তোমাকেই ভালোবাসি ।