বয়স যখন ফারেনহাইট,  দায়ীত্ব যখন সেলসিয়াস
জানলা ধারে দাঁড়িয়ে তখন বাড়তা জীবন করছি হ্রাস।


এই শহরেই আমার কেবল প্রতিদিনই হয় রোববার    
শুয়ে থাকি, আবার উঠি, ডাক আসে না তেমন কার।
বেকার সেজেই কাটাই তাই; কাজের হদিস সব মুলো,  
সেই যে কবেই পুড়িয়ে দিলাম– দু'চার পাতা ডিগ্রি গুলো।
কাজের খোঁজে হোঁচট খাওয়া, পকেট হলো খুব খালি।
ঘরে ফিরে আয়না দেখি–; মুখ ভর্তি চুন কালি।
শহর গুলো দেদার মতো, গ্রামখানাও– নিচ্ছে শুষে,
পাঁচ হাজারের চাকরি দিতে পঁচিশ হাজার নিচ্ছে ঘুষে।
মনের শিল্প পঙ্গু তাই, কর্মহীনা বেকার বল
আগুন হচ্ছে– বুকের নদী, বাষ্প হচ্ছে– চোখের জল।
বুকের পাঁজর ছিন্নভিন্ন, পেটের জ্বালা মাত্রাহীন,
সাড়ে তিন হাত মাটির জন্যে– লড়াই শুধু রাত্রিদিন...।