চলতে চলতে চলে এলাম অনেকটাখানি পথ
আর ফিরে যাওয়া ধরে নিও হবে না আমার,
মশাল জ্বালিয়ে বুকের ভেতরে নিয়েছি শপথ
এপথের শেষ নেই। আমার হবে না'ও থামার।


জানি আপনজনেরা কাঁদবে, করবেও মানা
মাঝে মাঝে চাইবে সঙ্গে দেখা হোক এসে,
থাকলে দিয়ে যেতাম না হয় ওখানের ঠিকানা!
গন্তব্যহীন পথের যে– শেষ থাকে না শেষে...


চলতে চলতে চলে এলাম তোমাকেও ছেড়ে
সে খবর তোমায় আর সেদিন জানাইনি থামি,
বিদায় জানিয়ে এসেছি– শুধু দু'হাত নেড়ে...
আমার আমাকে সেদিন বড্ড থামিয়েছি আমি।


নিজের হাতে রেখে নিজের হাত– সাজিয়েছি রথ
ইচ্ছে নেই তাই আমার সঙ্গে কাউকে নেবার
চলতে চলতে চলে এলাম অনেকটাখানি পথ
আর ফিরে যাওয়া ধরে নিও হবে না আমার।