আমি, তোমাকে একটা- রিফিল চেয়ে ছিলাম,
তুমি একটা- সুন্দর 'কলম' উপহার দিলে।
তবে, 'কবিতা' লিখবো, সেটাই- বলে ছিলাম,
কিন্তু-, যেই না শুনলে, সবটা ছিনিয়ে নিলে।


বললে, 'কবিতার জন্যে আমার নেই সময়'!
বললে, 'কবিতারা নাকি- বেশটা কালি মাখে,
তবে, আমি বললাম-, এমনটাও কভু হয়!
কবিতা, কালি বিনাও- কবিতা হয়ে থাকে।


তাই, মেঘ নামলো, চোখের তারা জুড়ে,
ভীষণ- হাওয়াও হলো; নড়লো না- তবু পাতা,
তখন, আমি কবিতায়- যাচ্ছিলাম বেশ উড়ে,
আর, কলমবিহীন- সঙ্গী ছিলো খাতা!


আমায়, দাওনি কলম, ক্ষতিটা নেই তাতে!
আমি, কবিতায় যে- সঁপেছি আমার প্রাণ,
আমার, সময়ও যে- বেশিটা নেই হাতে,
তাই-, লিখছি কবিতা, কলম বিনা 'জান'!