চায় না তেমন ছেলে;
ভাবনা এমনি এলে
কাগজের টুকরো পেলে,
তুলে নেয় কলমখানা।
জুড়ে দিয়ে দুইটি ডানা
উড়ে যায় কল্পলোকে।
কে কি বলছে লোকে
সে সব শুনতে নারাজ।
ছেলেটি– উদ্যোগে আজ
আনে মেঘ খাতার উপর।
ভেজাতে একলা দোপহর।
আনে তুলে আস্ত পাহাড়।
তবু তার ভাঙে না ঘাড়!
কখনোবা নদী আনে।
ছেলেটি অন্য মনে–
চাঁদ তারা মুঠোয় ভরে।
ঝিঁঝিঁ ডাক রাত দুপুরে
কান মেলে একলা শোনে।
ছেলেটি অন্য মনে
ধরাতলে ভীষণ খেলে।
ভাবনা এমনি এলে।
ছেলেটি একলা থাকায়
দেখেছি, ঘুম চলে যায়।
নিদারুণ নেশার বেশে–
'কবিতা' রক্তে মেশে।
'কবি' তার রক্তে মেশে...।