জানতে ইচ্ছে হয়।
মাঝে মাঝে– 'কেমন আছি'
জানাতে ইচ্ছে হয়।
শুনতে চাও না জানি...
তবু, বলতে আপত্তি কার!
'ভালো নেই সবখানি'...
বাঁধাচ্ছি অসুখ রোজ।
নিজেই নিজের আগের মতো
রাখি না আর খোঁজ।
অসময়ে বিছানা ছাড়ি।
উসকোখুসকো মাথার চুল,
তেমনও হয়েছে দাড়ি।
সাজেও তেমনি খুট।
নতুন গুলো নতুন আজও
একই স্থানে বুট।
বললাম যতখানি,
অযথা, তবু বললাম যা
শুনতে চাও না জানি।
তবু, জানাতে ইচ্ছে হয়।

মাঝে মাঝে– 'কেমন আছো'
জানতে ইচ্ছে হয়...