****
  আকাশ সেদিন মেঘলা হলো-, মেঘ ডাকলো, গুড়গুড়গুড়,
   সফেদ হলো- বিজলী আলোয়, ভুতল থেকে পাহাড় চূড়।
তুমি বললে বেরিয়ে পড়ি, বৃষ্টিতে, না হয়- দু’জন মিলে,
কথা ছিল সেই শ্রাবনে, আজকে না হয়-, ‘ভিজিয়ে দিলে’ !
    ভিজিয়ে দিলে-? জ্বর আসবে, মাথায় দেবো জলপট্টি-?
      দিতেই হবে! কারণ আমার- ‘হলো সবে- আটষট্টি’।
এখন তো বেশ প্রেমের বয়স, তোমার আমার বলতে গেলে,
   আর কিছুক্ষণ যাক না তবে-, ভিজবো তখন বৃষ্টি এলে !


    কিন্তু যা হবার ছিল- ঘটলো না তো তেমন করে ?
   আমি থাকলাম বৃষ্টিতে- আর তুমি থাকলে তেপান্তরে।
      না ধরেছো হাতটা আমার-, না ধরেছো বৃষ্টি ফোঁটা-,
   ঝরলো শুধু ভিজন্ত ফুল-, ঝরলো না আর ফুলের বোঁটা।
    ভেবেছিলেম, কেমনে হবে-! ‘বাল্যে’ আমার হঠাত ছুট্টি-!
      তাইতো এখন- ভিজতে হবে-; যখন, সবে- আটষট্টি।