হাতের মধ্যে তোমার হাত,
আমার হাতটাও তাতে;
মিল রেখেছি ঠেলেই জাত
হাতটা রেখেই হাতে ।
হাত তবে  কি- জাতের হয় ?
বজ্জাতিদের- তবুও ভয় !
তারা যে আবার দিবা কি রাত-
মুখটা রেখেই ভাতে
কি জাতের চাল, কিংবা ভাত
বাছে নিজেরই পাতে...।।


বলি যে হাত- ধান ফলালো
কাদার জলে মেখে-
কেমনে সে হাত ‘জাত’ বলালো
সময়ে থেকে থেকে ?
হাত তবে ফের জাতের জামা-?
ওরে ও জাতি- এবার থামা!
নইলে তোদের কাটবে রাত
ঘুম জমা সব রাতে ।
নইলে তোদের ঘাত প্রতিঘাত
বাড়বে তোরই জাতে...।।