যেখানে ছিলো পায়ের ছাপ, আজ নিশ্চিহ্ন
সেখানে জমেছে– শ্যাওলা, পরজীবি।
ছিঁড়ে গিয়ে নাড়ীর টান হয়েছে ভিন্ন
সেখানে হাত রেখে আর কি কথা দিবি?


থাক্! আর কথা নয়, ব্যথা নয় কোনো
পিছুটান ধীরে ধীরে হোক না বিলীন।
যে ব্যথা পেয়েছি আমি, ভুলিনি এখনো
তাই কোনো স্মৃতিতেই– না বাড়ুক ঋণ।
  
দেখা হলে ফের– কোনো মানুষের ভীড়ে
পাশ কেটে চলে যাবো, ভেবে অচেনা।
চলে যাওয়া মানুষরা আর ফেরে না নীড়ে,
চুকিয়ে দিয়েই যায়, সবই ধারদেনা...।