এসো সবুজের হাত ধরে
এসো নদী-নালা পার করে।
এসো অনাদর ঘরে ঘরে...


বুকে কি দারুণ ব্যথা মোর
বুকে নেই আর কোনো জোর।
বুকে ঘনঘটা ঘনঘোর...


এসো ফেলে রেখে সব কাজ
এসো হাতে হাত রাখি আজ।
এসো ধোঁয়াময়, বড় ঝাঁঝ....


যদি পাশাপাশি হেঁটে যাই
যদি ফের বুকে হয় ঠাঁই!
যদি পুড়ে গিয়ে হই ছাই...


এসো সব বাঁধা খুলে দিয়ে
এসো ভালোবাসাবাসি নিয়ে।
এসো ব্যথা ভরা বুকে প্রিয়ে...


এসো সবুজের হাত ধরে
এসো নদী-নালা পার করে।
এসো অনাদর ঘরে ঘরে...