থেমে গেছি যেন...
অসাড়ের গিরিখাতে
নেমে গেছি যেন।


যেন পা দুটি–
চিরকাল মৃত ভেবে
নিয়েছে সে ছুটি।


মস্তিষ্ক অকেজো,
বুদ্ধিরা শুয়ে শুয়ে
হয়ে গেছে কুঁজো।


নেই তবু ধ্যান...
খোলা চোখে বারবার
যায় আসে জ্ঞান।


জ্ঞান কি ফিরেছে!
একস্থানে স্থায়ী থেকে
স্থিরতা ঘিরেছে।


ঘনঘোর কালো
এ বাঁচার চেয়ে, বলি–
মৃত্যুই ভালো।